Dr. Neem on Daraz
Victory Day

করোনা সংক্রমণের হারে শীর্ষে রাজশাহী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ১০:১০ এএম
করোনা সংক্রমণের হারে শীর্ষে রাজশাহী

ফাইল ছবি

রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। হাসপাতালটিতে করোনা সংক্রমণের হারে শীর্ষ অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। রামেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে মারা গেছেন আরো দুজন।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে রবিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টা পর্যন্ত সময়ের মধ্যে এ দুজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজন করে নারী ও পুরুষ ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই চিকিৎসাধীন ছিলেন করোনা উপসর্গ নিয়ে। তাদের একজনের বাড়ি রাজশাহীতে, অপরজন নওগাঁ জেলার বাসিন্দা। রামেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। বর্তমানে ইউনিটটিতে মোট রোগীর সংখ্যা ৬০। এরমধ্যে ৩৪ জন করোনা পজিটিভ রোগী।

এদিকে সর্বশেষ একদিনে রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে ৪৫৮ টি নমুনা। এরমধ্যে ২৬৮ জনের নমুনা পজিটিভ শনাক্ত হয়েছে। রাজশাহীর ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ আসে ২২৫ জনের ফলাফল। যা শনাক্তের হার ৬২ দশমিক ৮৫ শতাংশ। এদিন এটিই জেলাভিত্তিক সর্বোচ্চ সংক্রমণের হার।

রামেক হাসপাতালের পরিচালজ ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে