Dr. Neem on Daraz
Victory Day

নেত্রকোণায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ৬  


আগামী নিউজ | নেত্রকোণা প্রতিনিধি   প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০৫:৪৩ পিএম
নেত্রকোণায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ৬  

প্রতীকী ছবি

নেত্রকোণাঃ জেলার নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের চরপাড়া গ্রামের কংস নদীর তীরে গতকাল রোববার সকালে মৃত হোসেন আলীর ছেলে শাহজাহান মিয়ার জমি থেকে মাটি কেটে নেওয়ায় হামলা-সংঘর্ষ ঘটে,এতে ৬জন গুরুতর জখম সহ অনেকেই আহত হয়েছেন।

এঘটনায় রোববার দুপুরে নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হামলায় আহতদের পরিবারের সদস্য মৃত হাছেন আলীর ছেলে এসএম সেলিম রেজা- অভিযোগে প্রকাশ থাকে যে, সেলিম রেজার চাচাতো ভাই মৃত হোসেন আলীর ছেলে শাহজাহান মিয়ার জমি থেকে তাদের প্রতিবেশী মৃত লামছু মিয়ার ছেলে একাধিক মামলার আসামী মো.রিপন মিয়া, মো.আওলাদ মিয়া, বুলবুল মিয়া ও শাহ্ আলম মাটি কেটে নিয়ে তাদের ফসলী ক্ষেতের আইলে মাটি দিচ্ছিল তাতে শাহজাহান মিয়া বাঁধা দিলে তর্কাতর্কি শুরু হয় এক পর্যায়ে শাহজাহান মিয়াকে তাদের হাতে থাকা দেশীয় অস্র কুদালের আছার (হাতল) দিয়ে এলোপাথারী আঘাত করতে থাকে শাহজাহান মিয়ার ডাক-চিৎকার শুনে শাহজাহান মিয়ার চাচাতো ভাই মৃত হাছেন আলীর ছেলে মো.মোশারফ মিয়া, মো.রতন মিয়া, মৃত জহুর উদ্দীনের ছেলে মো.আলতু মিয়া, মৃত শরীফ উদ্দীনের ছেলে মো.চাঁন মিয়া ও মো.রতন মিয়া ছেলে আরিফ মিয়া এগিয়ে আসলে অভিযুক্ত রিপন, আওলাদ, বুলবুল, শাহ্ আলম গংরা শাহজাহান মিয়ার চাচাতো ভাইদের ও ভাতিজা কে হত্যার উদ্দ্যেশে দেশীয় অস্র দা দিয়ে কুপিয়ে মোশারফ মিয়ার মাথায় আঘাত এবং দেশীয় অস্রের আঘাতে রতন মিয়ার দাঁত ভাঙ্গা সহ অন্যান্যদের লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে। আহতরা নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে এস.আই সাদ্দাম হোসেন মুঠোফোনে জানান- লিখিত অভিযোগ পেয়েছি, আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে দেখে আসছি। দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আগামীনিউজ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে