Dr. Neem on Daraz
Victory Day

মাদারীপুরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৯:৪৭ পিএম
মাদারীপুরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

প্রতিকী ছবি

মাদারীপুরঃ জেলার রাজৈরে তুচ্ছ ঘটনা নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

শুক্রবার(২১জানুয়ারি) দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের কাঠেরপুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ১০টির বেশি দোকানপাট ভাঙচুরও করা হয়।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে টেকেরহাট বন্দর সংলগ্ন পূর্ব সরমঙ্গল গ্রামের রশিদ (৬৩) নামে এক ব্যক্তি মাথায় মাফলার দেয়ার সময় পাশের শংকরদিরপাড় গ্রামের মৃত সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত শেখের মেয়ে পপির (৩৫) শরীরের ওপর পড়ে। এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্ক হয়। পরে এ ঘটনাকে কেন্দ্রে করে শুক্রবার দুপুরে পপি তার ভাই ও লোকজন নিয়ে ওই বৃদ্ধকে বেদম মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পূর্ব সরমঙ্গল ও শংকরদিরপাড় গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। এ সময় ভাঙচুর করা হয় ১০টিরও বেশি দোকানপাট।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শর্ট গানের ১১৮ রাউন্ড গুলি ও ১১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগামীনিউজ/শরিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে