Dr. Neem on Daraz
Victory Day

রোহিঙ্গাদের বিনা মূল্যের শিশু খাদ্য ও কম্বল জব্দ, যুবকের জরিমানা


আগামী নিউজ | নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০৭:১৬ পিএম
রোহিঙ্গাদের বিনা মূল্যের শিশু খাদ্য ও কম্বল জব্দ, যুবকের জরিমানা

ছবিঃ আগামী নিউজ

নোয়াখালীঃ জেলার সুবর্ণচরে রোহিঙ্গাদের জন্য ইউরোপীয় ইউনিয়ন ইইউএইচসিআর বরাদ্দকৃত বিনামূল্যে শিশু খাদ্য ও কম্বল খোলা বাজারে অবৈধ ভাবে বিক্রি দায়ে চরবাটা খাসেরহাট বাজারে মোঃ মিজান উদ্দিন(২৮) নামে এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার কাছ থেকে ইউএসএআইডির ৬০ প্যাকেট শিশু খাদ্য ও ইইউএইচসিআর ৩০ পিস কম্বল জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার উপজেলা খাসের হাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত যুবক উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের শেখ ফরিদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা খাসেরহাট বাজারে রোহিঙ্গা শরনার্থী শিবিরে বিনামূল্যে সরবরাহকৃত শিশু খাদ্য ও বেশ কিছু কম্বল বিক্রি হচ্ছে । গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আদালত পরিচালনা করে ইউএসএআইডির ৬০ প্যাকেট শিশু খাদ্য ও ইইউএইচসিআর ৩০ পিস কম্বল জব্দ করা হয়। এসময় আদালত মো. মিজান নামের এক যুবককে আটক করে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। 

আটক যুবক মো. মিজান বলেন, চট্টগ্রামের চকোরিয়া থেকে পাইকারী দরে এনে সুবর্ণচরে বিক্রি করছেন। 

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান। আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন চরজব্বার থানা পুলিশ ও আনসার সদস্যগণ।

আগামী নিউজ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে