ভোলাঃ জেলার দৌলতখানে নামাজ পড়াকে কেন্দ্র করে ফিরোজ (৩৫) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের কোপে তার ঘাড়ে চৌদ্দটি ও ডান হাতে চারটি সেলাই করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত ফিরোজ দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত ওবায়দুল মাঝির ছেলে হারুন, দুলাল ও মান্নান।
ঘটনার সম্পর্কে ফিরোজ জানান, মঙ্গলবার ফজরের নামাজ পড়াকে কেন্দ্র করে বড় ভাই কবিরের সাথে প্রতিপক্ষ হারুনের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে হারুন মারধর করে কবিরকে। মারধরের বিষয়টি কবির দোকানের কাছে এসে আমাকে জানান। এসময় কোন কিছু বুঝে উঠার আগে প্রতিপক্ষ হারুন তার ভাই দুলাল ও মান্নান দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। তাদের কোপে ঘাড়ে চৌদ্দটি ও ডান হাতে চারটি সেলাই লাগে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করান। এদিকে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন হারুন।
থানার ওসি বজলার রহমান জানান, এ ঘটনা অভিযোগ পাওয়া গেলে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আগামীনিউজ/নাসির