কুষ্টিয়াঃ জেলার খোকসা উপজেলা পাট পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার না করাই দুই ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার খোকসা পৌর বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী দন্ডবিধির ২০১০ এর ৪ ধারা মোতাবেক পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার না করাই ব্যাবসায়ী আব্দুল খালেক জীবন ৩ হাজার এবং ইমরান হোসেন কে ২ হাজার টাকা সহ মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া জেলা পার্ট পরিদর্শক সোহরাব হোসেন এর অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ড প্রদান করেন। উক্ত অভিযানে খোকসা থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতের সহযোগিতা করেন।
আগামী নিউজ/এসএস