Dr. Neem on Daraz
Victory Day

গাজীপুরে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা, আটক ২


আগামী নিউজ | গাজীপুর প্রতিনিধি  প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৯:৫৯ পিএম
গাজীপুরে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা, আটক ২

ছবিঃ আগামী নিউজ

গাজীপুরঃ গাজীপুর সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার হাটাহালডোবা নামক জঙ্গল থেকে  আল আমিন (৩২) কে অপহরণ করে মুক্তিপণ দাবী করার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। পরে এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে গাজীপুর সদর  থানায় একটি মামলা দায়ের করে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের জেল হাজতে প্রেরণ করে। এ ব্যাপারে গাজীপুর  জেলার সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া আফরিন সাংবাদিকদের জানান, আল আমিন  কে একদল অপহরণকারী অপহরণ করে গাজীপুর সদর উপজেলার একটি  জঙ্গলের রেখেছে এমন সংবাদ পেয়ে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে ভিকটিম কে উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত দুজন কে আটক করা হয়েছে। আসামিরা হলেন 

গাজীপুর সদর উপজেলার  রুদ্রপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে জাবেদ হোসেন(৩০),  নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার   রুদ্রপুর (মধ্যপাড়া) গ্রামের সেলিম মিয়ার ছেলে  হাসান(২৬)। তিনি আরো বলেন ভিকটিমকে অপহরণ করে মুক্তিপণ আদায় করাই তাদের উদ্দেশ্য ছিল। এরা  বিভিন্ন সময় লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে। তারা আন্তঃজেলা অপহরণ চক্রের সক্রিয় সদস্য। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে চলাচল করে তাদের নাম ভাঙ্গিয়ে অপহরণ, চাঁদাবাজী, চুরি, ছিনতাই করে থাকে।

এ ঘটনায় গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করার পর আটককৃতদের গ্রেফতার দেখিয়ে পুলিশের সহযোগীতায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আগামীনিউজ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে