Dr. Neem on Daraz
Victory Day

মিথ্যা রিপোর্ট না দেওয়ায় হাসপাতালের ডাক্তারকে মারপিটের অভিযোগ


আগামী নিউজ | নড়াইল  প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৫:১১ পিএম
মিথ্যা রিপোর্ট না দেওয়ায় হাসপাতালের ডাক্তারকে  মারপিটের অভিযোগ

ছবিঃ আগামী নিউজ

নড়াইলঃ নড়াইলের কালিয়ায় মিথ্যা রিপোর্ট না দেওয়ায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সুভংকর কুমার সাহা (বিসিএস) এমবিবিএস কে মারপিট ও লাঞ্ছিত করা অভিযোগ উঠেছে মাসুদ রানা নামে এক জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে।

সোমবার(২৭ ডিসেম্বর)  বিকাল ৪ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মাসুদ রানা উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের মৃত আকাম শেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন বিকালে জেলা পরিষদ সদস্য মাসুদ রানা একটি ছেলের জন্য প্রতিবন্ধি সার্টিফিকেট নিতে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুভংকরের নিকট যান। কিন্তু ছেলেটির শুধু হাতে সামান্য কাটা দাগ থাকায় ডাঃ সুভংকর তাকে অর্থপেডিক ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসতে বলায় ক্ষিপ্ত হয়ে  মাসুদ রানা বলে, আমরা সরকারী দলের লোক তোকে এত সাহস কে দিয়েছে বলেই ডাক্তারকে কিল ঘুষি মারতে থাকে। সোরগোল শুনে আশেপাশের লোকজন এসে ডাক্তারকে উদ্ধার করে। 
ভুক্তভোগী ডাক্তার সুভংকর কুমার সাহা বলেন, মিথ্যা রিপোর্টের জন্য হাসপাতালে আসলে আমি দিতে অস্বীকৃতি জানালে পরর্বতীতে চেম্বারে রোগী দেখার সমময় পুনরায় আমার আমাকে ভয়ভীতি দেখান। এরপরও আমি না বললে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট করেন।

এ ঘটনায় প্রতক্ষ্যদর্শী চেম্বার সহকারী ইয়াসমিনারা ও পাশ্বকর্তীরা বলেন, চেম্বারের ভিতরে গোলযোগ শুনতে পেয়ে সেখানে যেয়ে দেখি ডাক্তারকে মারপিট করছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জেলা পরিষদ সদস্য মাসুদ রানার মোবাইল ফোনে একাধিক বার ফোন দিয়ে ফোনটি বন্ধ পাওয়ায় কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় ডাক্তার সুভংকর সাহা কালিয়া থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগড়ত ব্যবস্থা গ্রহন করা হইবে।

আগামী নিউজ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে