দুবাই থেকে আসা চার যাত্রীকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে আটক করা হয়েছে, যাদের কাছে থাকা জুস বানানোর মেশিন ও আয়রনের ভেতরে ১১ কেজির বেশি সোনা লুকানো অবস্থায় পাওয়া গেছে।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে এই যাত্রীরা দুবাই থেকে দেশে আসেন।
আটকরা হলেন- হবিগঞ্জ জেলার ছাতক নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থগ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।
সিলেট কাস্টমসের উপ-কমিশনার মো. আল আমিন বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এই উড়োজাহাজ সকাল ৯টায় ওসমানী বন্দরে অবতরণ করে। বিমানের যাত্রীদের কেউ কেউ বড় স্বর্ণের চালান নিয়ে এসেছেন গোপনসূত্রে এমন খবর পেয়ে কাস্টমস কর্মকর্তারা সতর্ক অবস্থায় থাকেন।
যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের গতিবিধির ওপর নজর রাখা হয় বলে জানান কাস্টমস কর্মকর্তা মো. আল আমিন। তখন সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে এ চারজনকে তল্লাশি করা হয়। পরে জুস বানানোর মেশিন ও আয়রনের ভেতর লুকানো অবস্থায় বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় সাত কোটি টাকার ১১ কেজি ২০০ গ্রাম সোনা আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগে বন্দর থানায় মামলা করা হয়েছে।
আগামীনিউজ/নাসির