Dr. Neem on Daraz
Victory Day

লঞ্চ ট্র্যাজেডি: নিহতদের স্মরণে বেতাগী প্রেসক্লাবের শোক ও দোয়া


আগামী নিউজ | বেতাগী (বরগুনা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৪:০৩ পিএম
লঞ্চ ট্র্যাজেডি: নিহতদের স্মরণে বেতাগী প্রেসক্লাবের শোক ও দোয়া

ছবি: আগামী নিউজ

ঢাকা-বরগুনা-বেতাগী রুটের এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিদুর্ঘটনায়  ট্র্যাজেডিতে বরগুনার বেতাগী প্রেসক্লাবের  আয়োজনে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। 

শনিবার রাত সারে ৮টায় নিহতদের স্মরণে বিদেহী আত্মার শান্তি, তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে শাক দিবস পালন এবং আহতদের  দ্রুত আরোগ্য কামনা করে দোয়ানুষ্ঠানের কর্মসূচি হাতে নেওয়া হয়। 

বেতাগী প্রেসক্লাবের কার্যালয় বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টুকে কালো ব্যাঁচ পড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দি কান্ট্রি টুডের   সম্পাদক হেমায়েত হোসেন, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক লায়ন মো. শামীম সিকদার, অর্থ সম্পাদক আব্দুর রহিম সিকদার, সদস্য আব্দুল কাইউম সিকদার, সদস্য নিপু রানী দাস, সাংবাদিক মো. সুজন ও আরিফ সুজন। 

এ সময়ে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা, তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের  দ্রুত আরোগ্য কামনা করে  দোয়া পরিচালনা করা হয়।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে