Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেফতার ২


আগামী নিউজ | দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০৭:০৪ পিএম
দুপচাঁচিয়ায় নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেফতার ২

ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার দুপচাঁচিয়া উপজেলায় ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য চামরুল ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সম্প্রতি সংঘঠিত সহিংসতা কে কেন্দ্র করে দায়েরকৃত মামলায় শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে এজাহারভুক্ত দুই ব্যক্তি কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো- দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের টেমা পূর্বপাড়া গ্রামের আবুল হোসেন প্রামানিকের ছেলে দুলাল প্রামানিক (৩৮) ও চামরুল গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে রুবেল মন্ডল (৩২)।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন প্রামানিকের সমর্থকদের সাথে গত বহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কালচিতাগাড়ী বাজারে নির্বাচনী প্রচারণার বিরাধের জের ধরে মারামারির ঘটনা ঘটে। এতে রিপন শেখ (২৪) নামের এক যুবক ছুরিকাঘাতে আহত হয়। এ ঘটনায় নৌকা প্রতিকের প্রার্থী আজমল হোসেন প্রামানিক পরের দিন শুক্রবার বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২০ থক ২৫ জনের বিরুদ্ধ থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলা গ্রহণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলেফ ফোর্স সহ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামীদের মধ্য ওই দুজন কে আটক করে।

মামলার তদন্তকারী অফিসার এসআই আলেফ আরও জানায়, আটককৃত আসামীদ্বয় কে শনিবার (২৫ ডিসেম্বর) বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে