ভোলা: জেলার দৌলতখানে নানা আয়োজনের মধ্যদিয়ে সেচ্ছাসেবী সংগঠন লেজপাতা তরুণ প্রজন্মের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার বিকালে কেক কাটা, আলোচনা সভা, র্যালী ও একশতাধিক অসহায় মানুষের হাতে শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। র্যালীটি উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ লেজপাতা ক্লিনিক প্রাঙ্গণে এসে শেষ হয়।
সেচ্ছাসেবী সংগঠন লেজপাতা তরুণ প্রজন্মের পরিচালক রাকিব পন্ডিতের সঞ্চালনায় ও সভাপতি গিয়াস উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সম্পাদক প্রকৌশলী আবদুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লেজপাতা তরুণ প্রজন্মের উপদেষ্টা হারুন আর রশীদ মানিক পন্ডিত, গোলাম মোস্তফা সওদাগর, মহসিন রিপন মাষ্টার, প্রধান উপদেষ্টা শহীদ সওদাগর, সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, আবদুল মান্নান ও সহ সাংগঠনিক সম্পাদক জাবেদ পনিন্ডত সহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, দরিদ্র মানুষগুলো শীতের রাতে কষ্ট পায় তাদের কষ্ট খানিকটা লাগব করার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। একদল উদ্যোমী তরুণদের নিয়ে সাত বছরে পর্দাপন করেছে সেচ্ছাসেবী সংগঠন লেজপাতা তরুণ প্রজন্ম। সুবিধাবঞ্চিত মানুষের পাশে এভাবে সবাই দাঁড়ালে দেশটা বদলে দেয়া সম্ভব। পরে কেক কেটে সেচ্ছাসেবী সংগঠন লেজপাতা তরুণ প্রজন্মের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আগামীনিউজ/ হাসান