Dr. Neem on Daraz
Victory Day

আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী ‌‌‘গেদু রাজ’ গ্রেফতার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ১২:৪৬ পিএম
আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী ‌‌‘গেদু রাজ’ গ্রেফতার

ছবি: আগামী নিউজ

ঢাকা: সাভারের আশুলিয়ায় ২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী আব্দুল আলিম যুবরাজ ওরফে গেদু রাজ (৬৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি দল। তার বিরুদ্ধে আশুলিয়া এবং কাশিমপুর থানায় নারী নির্যাতন ও মাদক সহ আরও ৬টি মামলা রয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল আলিম যুবরাজ ওরফে গেদু রাজ (৬৭) আশুলিয়ার শ্রীপুর এলাকার তাহের মন্ডলের ছেলে।

র‌্যাব জানায়, শুক্রবার বিকেলে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় ২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী আব্দুল আলিম যুবরাজ ওরফে গেদু রাজ (৬৭) আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, এ ব্যাপারে আপানাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।

থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার জানান, বিকেলে র‌্যাব গেদু রাজ নামের এক আসামীকে থানায় হস্তান্তর করেছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে