গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী কেওয়া বাজারে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার সন্ধ্যা সাতটায় এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার।
কেওয়া বাজারের বটগাছের নিচে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে এমন খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন তিনি। ওই এলাকার মামুন দোকানটি নির্মাণের কাজ শুরু করেছিল। অভিযানের সময় উপজেলা প্রসাশনের সাথে শ্রীপুর থানা পুলিশ উপস্থিত থেকে সিমেন্টের খুঁটি ভাংচুর করে দোকান নির্মাণ কাজ বন্ধ করে দেন।
কেওয়া বাজারের ইজারাদার সাইফুল ইসলাম জানান, মামুন অবৈধ ভাবে সরকারি জমিতে দোকান নির্মাণ কাজ শুরু করে। আমরা নিষেধ করলে মানেনি, বরং আমাদের কে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। উপজেলার এসিল্যান্ড কে জানালে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেন।
আগামীনিউজ/ হাসান