গাজীপুর: জেলার শ্রীপুরে জমে উঠেছে পিঠা উৎসব। শীত এসেছে। কৃষকদের গোলায় ধান তোলার পর্ব শেষ। পিঠা উৎসবে ভাসছে গ্রাম। নতুন বছরে হাজির হয়েছে পিঠা উৎসব। গাজীপুরের শ্রীপুরে জমে উঠেছে শীতকালীন পিঠা উৎসব।
গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে উপজেলার মুলাইদ মডেল একাডেমির উদ্যোগে শুরু হয়ছে শীতকালীন পিঠা উৎসব।
পিঠা উৎসবে পরিবেশন করা হয় টাটকা চালে তৈরি করা বাহারি পিঠা পুলি। পিঠার সেই মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়েছে মূলত ঋতুর প্রথম ভাগ থেকে।
বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) সকালে মুলাইদ মডেল একাডেমিতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
এ সময় নানা ধরনের শীতের পিঠা পরিবেশন করা হয়।
উপজেলার মুলাইদ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা মকবুলের সভাপতিত্বে পিঠা উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দসহ প্রায় শতাধিক পিঠাপ্রেমী মানুষ।
আগামীনিউজ/ হাসান