Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় আইন শৃংখলা ও আচরনবিধি প্রতিপালনে মতবিনিময় সভা


আগামী নিউজ | দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০৪:১২ পিএম
দুপচাঁচিয়ায় আইন শৃংখলা ও আচরনবিধি প্রতিপালনে মতবিনিময় সভা

ছবিঃ আগামীনিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা ও আচরনবিধি প্রতিপালনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির।

উপজেলা নির্বাচন অফিসার আশেয়া খাতুনের সঞ্চালনায় ওই সভায় বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধূরী, সিনিয়র জেলা রিটার্নিং অফিসার মাহবুব আলম, থানা অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করা হচ্ছে। প্রচারকালীন সময়ে আচরনবিধি লংঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ভোটগ্রহনের দিন ব্যালট পেপার সকালে কেন্দ্রে পাঠানো হবে এবং প্রত্যেকটি কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হবে।

প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্য বিভিন্ন অভিযোগ তুলে ধরে এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে  বক্তব্য দেন দুপচাঁচিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হোসেন ,আব্দুল বাখের সেন্টু,মোয়াজ্জেম হোসেন, চামরুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী, আজমল হোসেন, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন মল্লিক, গুনাহার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, শাহ মো. আব্দুল খালেক, মেম্বার প্রার্থী সোহেল মোহাম্মদ সুজা, সংরক্ষিত মেম্বার প্রার্থী একতারা বেগম।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে