Dr. Neem on Daraz
Victory Day

গোপালগঞ্জে ক্রিকেটলীগ চালুর দাবীতে খেলোয়াড়দের মানববন্ধন


আগামী নিউজ | গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০২:৩৭ পিএম
গোপালগঞ্জে ক্রিকেটলীগ চালুর দাবীতে খেলোয়াড়দের মানববন্ধন

ছবি: আগামী নিউজ

গোপালগঞ্জ: শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ম ও ২য় বিভাগ ক্রিকেটলীগ চালুর দাবী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি দিয়েছে খেলোয়াড়রা।

গোপালগঞ্জ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ কর্মসূচী পালন করে।

বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ক্রিকেটাররা। এসময় লীগ চালুর দাবী বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধন চলাকালে গোপালগঞ্জ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আল মাহমুদুল হাসান লিংকন, সাধারন সম্পাদক মো: লিপটন শিকদার, শেখ জামিল আহম্মেদ তামিম, সৌরেন মন্ডল, সিকদার প্রান্ত, সাজেদুল ইসলাম সজীব বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, ২০১২ সালে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পুণ:সংস্করন করা হলে ২০১৪ সাল থেকে কোন ক্রিকেটলীগ চালু হয়নি। এতে জেলার ক্রিকেটারা কোন সুযোগ সুবিধা পাচ্ছে না। যে কারনে এ জেলা থেকে কোন ক্রিকেটার বড় কোন পার্যায়ে খেলার সুযোগ পাচ্ছে না। ফলে লীগ আয়োজন না হওয়ায় ক্রিকেটাররা হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। দ্রুত এ স্টেডিয়ামে ক্রিকেটলীগ চালুর দাবী জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানার হাতে স্মারকলিপি তুলে দেয়া হয়।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে