Dr. Neem on Daraz
Victory Day

রংপুর মেডিকেলে আগুন; ১ ঘন্টা পর নিয়ন্ত্রণে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ১২:৪৬ পিএম
রংপুর মেডিকেলে আগুন; ১ ঘন্টা পর নিয়ন্ত্রণে

ছবি: আগামী নিউজ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার সাত নাম্বর ওয়ার্ডের নিউরোলজি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।প্রায় ১ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল দশটার দিকে ওই ওয়ার্ডের করিডরে আগুন লাগার ঘটনা ঘটে।

এতে ওই ওয়ার্ডের আসবাবপত্র পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে এবং দিকবিদিক ছোটাছুটি করতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ওয়ার্ডে ৪৬ জন রোগী অবস্থান করছিলেন বলে জানা গেছে।

রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, ওয়ার্ডের করিডোর থেকে আগুন লাগে। তবে এর সূত্রপাত জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে রংপুর মেডিকেল কলেজে ও হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু সাংবাদিকদের বলেন,  প্রাথমিক ভাবে আগুন কি ভাবে লেগেছে জানা যায় নি।আগুন লাগার সময় এই ওয়ার্ডে ৪৬ থেকে ৪৭ জন রোগী ছিল এবং সকলে নিরাপদে আছেন বলে জানান তিনি।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে