পিরোজপুর: জেলার মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সন্মূখে ১৮ তম বার্ষিক এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়র রহমানের সভাপতিত্বে ও সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন রাজার সঞ্চালনায় সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শরীফ।
সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, যুদ্ধকালীন কমান্ডার মজিবুল হক খান মজনু, সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার ও মুক্তি যোদ্ধা বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু মিয়া আকন, মুক্তি যোদ্ধা বহুমুখী সমবায় সমিতির পরিচালক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা এ বি এম খলিলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা মুক্তি যোদ্ধা বহুমুখী সমবায় সমিতির পরিচালক, সদস্য, সদস্যা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তিযোদ্ধাদের কল্যানে পৌর শহরের কে এম লতীফ ইনস্টিটিউশন সংলগ্ন কার্যালয় উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি প্রতিষ্ঠা করা হয়।২০০৪ সালে স্বর্ণপদক লাভ করে। বর্তমান উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সদস্য সংখ্যা ৫২৬ জন এবং এর মূলধন ১ কোটি ২৮ লক্ষ টাকা।
আগামীনিউজ/ হাসান