Dr. Neem on Daraz
Victory Day

শিবালয়ে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত ৫


আগামী নিউজ | শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ০৪:৫৯ পিএম
শিবালয়ে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত ৫

ছবি: আগামী নিউজ

মানিকগঞ্জ: শিবালয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক সঞ্জয় সুত্রধর (২২) সহ ৫ জনকে ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র রাম দা, লোহার রড়, চাপাতি ও বাশের লাঠি দিয়ে পিটিয়ে গত বৃহম্পতিবার রাতে গুরুতর আহত করেছে।

সাংবাদিক সঞ্জয় সুত্রধর উপজেলার চন্দ্র প্রতাপ বামাইর গ্রামের টগর সুত্রধরের ছেলে। 

আহতদের মধ্যে সঞ্জয় সুত্রধর ও আব্দুল মান্নানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উথলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদেরকে স্থানীয় ক্লিনিক থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তারা হলেন- ফজলুল হক (৪৮), মনোয়ারা বেগম (৬২) ও  জুবায়ের শেখ( ১৫)।

স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার চন্দ্র প্রতাপ বাশাইল গ্রামের মসজিদ মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন খেলার সময় ওই গ্রামের খলিল শেখের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছেলে সাইফুল শেখ (২২), আশ্রাফুল ইসলাম(২০) ও ওই গ্রামের হায়দার আলীর সন্ত্রাসী ছেলে হাবিবুল শেখ (২২) সহ উপজেলার ডালামালুচি থেকে বিএনপি জামায়ের ২৫-৩০জনের একদল সন্ত্রাসী পুর্ব পরিকল্পিত ভাবে রাত সাড়ে ১০টার দিকে আব্দুল মান্নানের বাড়ীতে হামলা করে ঘরে ঢুকে সাংবাদিক সঞ্জয় সুত্রধরকেসহ ওই বাড়ীর লোকজনকে মারধর করে দ্রুত পালিয়ে যায়। আবদুল মান্নান জানান, সন্ত্রাসীরা বাড়ীতে হামলা চালিয়ে সাংবাদিক সঞ্জয়সহ বাড়ীর লোকজনকে মাধর করে ঘরে থাকা প্রায় আড়াই লাখ টাকা মুল্যের স্বর্ণালংকার, মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। 

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসরাম জাহিদ জানান, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হাবিবুল প্রায় ৫-৬ মাস আগে গ্রামের আকাশ নামের এক কলেজ ছাত্রকে মুখ বেঁধে হত্যা করার চেষ্টা করে। পরে তার আত্মচিতকারে আসে পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী পলিয়ে যায়। উক্ত ঘটনাটি স্থানীয় ভাবে মিমাংসা করা হয়। পর পর এ দুইটি ঘটনায় এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে। এ ব্যাপারে থানায় আজ শুক্রবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

ওসি ফিরোজ কবির জানান, আসামীদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। 

সাংবাদিক সঞ্জয় সুত্রধরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা জাসদের সভাপতি ওবায়দুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বাবুল আকতার মঞ্জুর, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক নিরঞ্জন সুত্রধর তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে