Dr. Neem on Daraz
Victory Day

গাইবান্ধায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনের মৃত্যুদন্ড


আগামী নিউজ | গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০২:০০ পিএম
গাইবান্ধায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনের মৃত্যুদন্ড

ছবি: আগামী নিউজ

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে রুজিনা বেগম নামে এক গৃহবধূকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সবুজ ফকির নামের ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। 

বুধবার (১৫ ডিসেম্বর) গাইবান্ধা জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। 

রায়ে গৃহবধূকে প্রকাশ্যে হত্যার মূল আসামী সবুজ ফকিরকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ফুলিয়ে রাখার আদেশ দেয়া হয়। 

গত ২০১৮ সালের ৯ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহবাজ গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী রুজিনা বেগমের পথ রোধ করে একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে সবুজ ফকির। এ সময় সে গৃহবধূ রুজিনা বেগমের নিকট টাকা দাবী করে। এ নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে আসামী সবুজ ফকির ধারালো ছুরি দিয়ে প্রকাশ্যে গৃহবধূ রুজিনার পেটে ছুরিকাঘাত করে। রুজিনার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সবুজ ফকির পালিয়ে যায়। 

মারাত্মক আহত অবস্থায় রুজিনাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় রুজিনার স্বামী জহুরুল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী এবং স্বাক্ষী প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে