Dr. Neem on Daraz
Victory Day

বোরহানউদ্দিনে ৯ আ.লীগ নেতা বহিষ্কার


আগামী নিউজ | ভোলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ১০:৫৩ পিএম
বোরহানউদ্দিনে ৯ আ.লীগ নেতা বহিষ্কার

ছবি: আগামী নিউজ

ভোলা: আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের নির্বাচন। উপজেলা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। পুরোদমে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। এদিকে নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ ও যুবলীগের দলের ৯ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামীলীগ ও যুবলীগ। 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন, বড় মানিকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন, টগবী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য জসিম উদ্দীন হাওলাদার, টগবী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন নিরব নিয়া,

উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য এডভোকেট আসাদুজ্জামান বাবুল, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কাজী কামাল, হাসান নগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মানিক হাওলাদার, হাসান নগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ এবং বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন সরদার। বহিষ্কৃতরা সবাই বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আগামী নিউজ কে বলেন, জেলা আওয়ামীলীগ ও যুবলীগের সুপারিশের ভিত্তিতে ৯ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের একাধিকবার দলের পক্ষ থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ করা স্বত্বেও তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই তাদের নিজ নিজ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে