Dr. Neem on Daraz
Victory Day

মহিপুরে ‘গুড নেইবারস বাংলাদেশ’র কার্যক্রম উদ্বোধন


আগামী নিউজ | কলাপাড়া (পটুয়াখালি) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৮:০১ পিএম
মহিপুরে ‘গুড নেইবারস বাংলাদেশ’র কার্যক্রম উদ্বোধন

ছবি: আগামী নিউজ

পটুয়াখালী: মহিপুরে শিশু উন্নয়ন, নারীর ক্ষমতাযন ও যুব উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা  গুড নেইবারস বাংলাদেশ-এর নতুন সিডিপি (কলাপাড়া সিডিপি) উদ্বোধন করা হয়েছে।

সোমবার ১৩ ডিসেম্বর গুড নেইবারস বাংলাদেশ-এর আয়োজনে মহিপুর
কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুপুরের দিকে অনুষ্ঠিত হয় গুড
নেইবারস বাংলাদেশ-এর নতুন কমিউনিটি ডেভলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)-এর
উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে সিডিপি-এর কর্মএলাকা ও ফলক যৌথভাবে উম্মোচন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রীরমুক্তিযোদ্ধা এস এস রাকিবুল আহসান ও গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব এম. মাঈনউদ্দিন মইনুল।

গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)-এর কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন
মইনুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা সমবায়
কর্মকর্তা পংকজ কুমার, উপজেলা সমবায় কর্মকর্তা ফরিদ আহমেদ, মহিপুর সদর ইউপি চেয়ারম্যান ফজলু গাজী, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, মহিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম।

তথ্য সূত্রে জানা যায়, গুড নেইবারস একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা যা ১৯৯৬ সাল থেকে বাংলাদেশে সমাজকল্যাণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও বৈষম্যমুক্ত বিশ্ব গঠনের লক্ষ্যে ও জিএনবি শিশুকে কেন্দ্র করে তার পরিবার উন্নয়নে কাজ করছে। জিএনবির লক্ষিত গোষ্ঠী হলো শিশু, নারী ও যুবক। এদের উন্নয়নই জিএনবির মূল লক্ষ্য।

বর্তমানে জিএনবি ১২ টি জেলায় ১৬ টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট ও ৪ টিপিএসপির মাধ্যমে কাজ করছে। প্রাথমিকভাবে কলাপাড়া সিডিপিতে ১,৩০০জন শিশুর সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য সেবা ও ৬,৭৪৫জন স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে, ক্রমান্বয়ে এ সংখ্যা বৃদ্ধি পাবে। জিএনবি তার লক্ষিত জনগোষ্ঠীর উন্নয়ন, ঐ জনগোষ্ঠীদের ব্যবহার করে প্রকল্পের মাধ্যমে বিশেষ কর্মকান্ডের মধ্য দিয়ে যা করে থাকে। এরমধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, আয় বৃদ্ধিমূলক কার্যক্রম, জরুরী ত্রাণ সহায়তা, কমিউনিটি পার্টনারশীপ ইত্যাদি।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে