Dr. Neem on Daraz
Victory Day

স্বতন্ত্র প্রার্থী নিহত: ৩৪ জনের নামে মামলা, অস্ত্রসহ আটক ২


আগামী নিউজ | পাবনা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ১২:০৯ পিএম
স্বতন্ত্র প্রার্থী নিহত: ৩৪ জনের নামে মামলা, অস্ত্রসহ আটক ২

ছবি: আগামী নিউজ

পাবনা: জেলার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলমের নিহতের ঘটনায় মামলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  আবু সাইদ খানকে প্রধান আসামি করে ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত দুইজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জুয়েল জানান, নিহতের বাবা মোজাম্মেল হক খান বাদি হয়ে শনিবার মধ্যরাতে মামলাটি দায়ের করেন। মামলার অধিকাংশ আসামী স্থানীয় পর্যায়ের নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ খানের কর্মি সমর্থক।

এর আগে শনিবার ঘটনার পর ভাড়ারা ইউপির নলদহ চেয়ারম্যানপাড়া এলাকা থেকে অন্ত্রগুলিসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারাও এই মামলার এজাহারভুক্ত আসামী।

এদিকে, স্বতন্ত্র প্রার্থীর মত্যুর ঘটনায় ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার সকালে ভাড়ারা ইউনিয়নের চারা বটতলার ইন্দারা মোড় কালুরপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম নিহত হয়।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে