Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান


আগামী নিউজ | ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৪:৪৪ পিএম
ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান

ছবিঃ আগামীনিউজ

ঠাকুরগাঁওঃ জেলায় অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয়ের একসাথে স্বীকৃতি ও এমপিও এবং প্রতিবন্ধীদের মৌলিক অধিকার, শিক্ষা দাবিতে শান্তিপুর্ন অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে শিক্ষকেরা।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শান্তিপুর্ন অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য দেন, সংগঠনের জেলা শাখার আহবায়ক মনিরা আহমেদ, আরএসডি আনন্দ প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রের প্রধান শিক্ষক ইকলিমা খাতুন, মিন্দগড় প্রতিবন্ধী ও অটিস্টিক পুনর্বাসন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চন্দ্র রায়, পীরগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষক মনোরঞ্জন রায়, ভাতুরিয়া রামপুর বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষক সুজন মুরুমু, নিয়ামতপুর বুদ্ধি প্রতিবন্ধি অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।

পরে প্রতিবন্ধী ব্যক্তিরা মানব গোষ্ঠীর সবচেয়ে পিছিয়ে পড়া সন্তান উল্লেখ করে, বিদ্যালয়সমূহের একসঙ্গে স্বীকৃতি ও এমপিওভুক্তির জন্য একটি স্মারকলিপি জেলা সমাজ সেবা উপ পরিচালক সাইয়েদা সুলতানার কাছে জমা দেন শিক্ষকেরা।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে