Dr. Neem on Daraz
Victory Day

উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা


আগামী নিউজ | কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৩:৩৫ পিএম
উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

ছবি: আগামী নিউজ

কুড়িগ্রাম: জেলার উলিপুর উপজেলার বুড়াবুুুড়ি ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। 

রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে অভিভাবক, কিশোর-কিশোরী, ইউনিয়ন পরিষদ সদস্য ও শিক্ষকদের উপস্থিতিতে এ ঘোষণা দেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

অনুষ্ঠানের আয়োজন করেছে উলিপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস। (বিবিএফজি) প্রকল্প। 

অনুষ্ঠানে বুুুড়াবুড়ি  ইউপির প্যানেল  চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসাহাক আলী, বুড়াবুড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, বুড়াবুড়ির ইউপির কাজী মাওলানা মোঃ নুরনবী, সাংবাদিক মোঃবুলবুল ইসলাম, আরডিআরএস’র উপজেলা সমন্বয়কারী আরিফ-উজ-জামান, বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ মিন্টু প্রমুখ।

এছাড়াও আরডিআরএস বাংলাদেশ  এর  ইউনিয়ন ফেসিলিটেটর মোঃ আমিনুল ইসলাম, মোঃ নুর ইসলাম ব্যাপারী, মোঃ মঞ্জুরুল ইসলাম, জুলিয়া খানম জ্যোতি, নাসিমা বেগম ও আলিফা বেগমসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম, কাজী, শিক্ষার্থীরা।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে