Dr. Neem on Daraz
Victory Day

গোপালগঞ্জে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ১০


আগামী নিউজ | গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০২:৫৩ পিএম
গোপালগঞ্জে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ১০

ছবি: আগামী নিউজ

গোপালগঞ্জ: জেলার কাশিয়ানীর রাহুথর বাজারে নামযজ্ঞ পরিচালনার কর্তৃত্বকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে উজানী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শ্যামল বোসসহ অন্তঃত ১০ জন আহত হয়েছে। মারাত্মক আহত ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি ও অপর আহতদের স্থানীয় ভাবে টিকিৎসা দেয় হয়েছে।

শনিবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার রাহুথর দ্বীননাথ সেবা আশ্রমে এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার বিকাল ৪টায় দ্বীননাথ সেবা আশ্রম প্রাঙ্গণে বাৎসরিক নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য মিটিং আহবান করা হয়। এতে কাশিয়ানী উপজেলার হাতিয়ারা, রাজপাট ও মুকসুদপুরের উজানী ইউনিয়নের মোট চৌদ্দটি গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মিটিং চলাকালে নামযজ্ঞ পরিচালনা কমিটি গঠন নিয়ে সরোজ কান্তি বাইন ও ডাঃ তপন মজুমদারের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতি ও সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা ও চেয়ার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তঃত ১০জন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এঘটানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

কাশিয়ানীর থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। অভিযোগ দায়ের হলে পরবর্তি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে