ভোলাঃ জেলায় ৩০ তম আন্তর্জাতিক এবং ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন অগ্রদূত সংস্থা-এএস এর সহযোগীতায় ও অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অবস্থিত অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির হোসেন চৌধূরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন। অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন প্রধান শিক্ষক খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ।
মজিববর্ষে অনলাইনে আবেদন করা সকল প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবি জানান অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির হোসেন চৌধূরী।
আগামীনিউজ/নাসির