Dr. Neem on Daraz
Victory Day

স্বামী পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে নির্যাতন


আগামী নিউজ | লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০২:৪৫ পিএম
স্বামী পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে নির্যাতন

ছবি: আগামী নিউজ

লক্ষ্মীপুর: জেলার কমলনগরে স্বামী পরিচয় দিয়ে ঘরে ঢুকে জোরপূর্বক গৃহবধূকে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে শারিরীক নির্যাতন করেছে দুর্বৃত্তরা। পরে তাকে উপজেলার চরলরেন্স ইউনিয়নের চরলরেন্স গ্রামের একটি ধান ক্ষেতে ফেলে রেখে যায় তারা। 

বুধবার (০১ ডিসেম্বর) সকালে স্থানীয়রা ধান ক্ষেত থেকে রক্তাক্ত-অর্ধবিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে ভর্তি করে। গৃহবধূর শরীরের বিভিন্ন অংশে আঘাতে চিহ্ন রয়েছে। তিনি দুই সন্তানের জননী । 

দুপুরে চিকিৎসাধীন গৃহবধূ জানায়, মঙ্গলবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে গৃহবধূকে স্বামী পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তার মুখ চেপে চোখ ও মুখ বেঁধে ফেলা হয়। পরে তাকে বাড়ির পাশে একটি ধানক্ষেতে নিয়ে শারিরীকভাবে নির্যাতন করা হয়। বুধবার সকালে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও অর্ধ-বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে দেখতে পেলে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার স্বামী পেশায় জেলে। ঘটনার সময় তার স্বামী মেঘনা নদীতে মাছ শিকারে ছিলেন। ঘটনার সময় ২-৩ জন ছিলেন বলে গৃহবধূ জানিয়েছেন। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, মারধরের ঘটনা উল্লেখ করে ওই নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে ভূক্তভোগীর সঙ্গে পুলিশ কথা বলেছে। অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। ঘটনাটির তদন্ত চলছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে