Dr. Neem on Daraz
Victory Day

চাটমোহরের চা বিক্রেতা মাজেদা এখন মেম্বার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ১০:১৬ পিএম
চাটমোহরের চা বিক্রেতা মাজেদা এখন মেম্বার

ছবিঃ আগামী নিউজ

পাবনাঃ জেলার চাটমোহর উপজেলার চা বিক্রেতা মাজেদা খাতুন এখন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সংগ্রামী নারী মাজেদা খাতুন।

চা বিক্রি করে কীভাবে জনপ্রতিনিধি হওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণ এই মাজেদা খাতুন। তিনি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের বাসিন্দা এবং চাটমোহর রেলস্টেশনের পাশে একটি দোকানে চা বিক্রি করেন।

একজন নারী চা বিক্রেতা থেকে ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

নির্বাচিত হয়ে ইউপি সদস্য মাজেদা খাতুন বলেন, আমি দরিদ্র মানুষ। গ্রামবাসী ভালোবেসে আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। বিপুল ভোটে নির্বাচিত করেছেন। মানুষের এ ভালবাসার প্রতিদান আমি দিতে চাই। বিশেষ করে গ্রামের অবহেলিত নারীদের পাশে থেকে আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতা করতে চাই।

মাজেদা আরো বলেন, রত্না ও ফরিদা নামে আমার দুই মেয়ে আছে, তাদের বিয়েও দিয়েছি । স্বামী সোবহান শেখ ছয় বছর আগে মারা গেলে প্রচণ্ড অভাবে পড়ি। স্থানীয়দের পরামর্শে গ্রামে রেলের জমিতে চায়ের দোকান দিই। চায়ের দোকান থেকেই এখন আমি নিজের খরচ চালাই। একা সংসারে নিজের খরচ চালিয়ে আমি সবসময়ই মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। গ্রামবাসী আমাকে যে সম্মান দিয়েছেন আমি তার প্রতিদান জীবনের বিনিময়ে হলেও দিতে চাই।

মাজেদা বলেন, আমার কোনো চাওয়া-পাওয়া বা পিছুটান নেই। আমার যে চা বিক্রির ব্যবসা সেটা আমি বন্ধ করতে চাই না। জনপ্রতিনিধির দায়িত্ব পালনের সব কার্যক্রম শেষ করে সময় পেলেই আমি স্টলে বসে চা বিক্রি করব। দোকান থেকে মানুষের খোঁজখবর জানাও সহজ।

মূলগ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাশেদুল হক বকুল বলেন, তৃণমূলের মানুষকে সহযোগিতা ও নারীর ক্ষমতায়নে মূলগ্রাম ইউনিয়নবাসী সবসময় সামনে থেকে দৃষ্টান্ত গড়েছে। এখানকার মানুষ সচেতন। জনগণের আস্থা অর্জন করেছেন বলেই মাজেদা বেগমের মতো চাল-চুলোহীন নারীও জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়েছেন। পরিষদ পরিচালনায় তাকে সব সহযোগিতা করা হবে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম জানান, মূলগ্রাম ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য পদে মাজেদা খাতুন ২৮৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম ফাতেমা খাতুন পেয়েছেন ১৬০৭ ভোট। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে মাজেদা বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তৃণমূলের এই জীবন সংগ্রামী নারী কারো কাছে হাত না পেতে মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমন সংগ্রামী নারী নিয়ে গ্রামবাসী গর্ব করতেই  পারে।

আগামীনিউজ/এসআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে