Dr. Neem on Daraz
Victory Day

মেম্বার প্রার্থীর স্টিকারের উপর অন্য প্রার্থীর স্টিকার!


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০১:৪৩ পিএম
মেম্বার প্রার্থীর স্টিকারের উপর অন্য প্রার্থীর স্টিকার!

ছবি: আগামী নিউজ

সাভার (ঢাকা): আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও মেম্বার প্রার্থী আবু তাহের মৃধার স্টিকার রাতের আঁধারে উধাও হয়ে গেছে। আবার কোনো কোনো জায়গায় তার স্টিকারের ওপর অন্য মেম্বার প্রার্থী হাজী এম এ কালাম মাদবরের স্ট্রিকার লাগানো হয়েছে। এছাড়ও তাঁর ঝোলানো সব ফেস্টুন-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকদের খবরের ভিত্তিতে আশুলিয়ার নরসিংপুর এলাকায় গিয়ে এ দৃশ্য দেখেন তার কর্মীরা।

কর্মী আফজাল হোসেন বাবু বলেন, সকালে গার্মেন্টস কর্মীরা অফিসে যাওয়ার সময় এ দৃশ দেখে আমাদেরকে জানায়, পরে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় গিয়ে দেখি আমাদের সব স্টিকার, ব্যানার কারা যেন রাতের আধাঁরে ছিঁড়ে ফেলেছে। এছাড়ও আমাদের স্টিকারের ওপর পরে অন্য মেম্বার প্রার্থী হাজী এম এ কালাম মাদবরের স্ট্রিকার লাগানো হয়েছে। পরে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখি সকল স্থানে যত স্টিকার ব্যানার লাগানো হয়েছে তা ছিঁড়ে ফেলা হয়েছে, বাকি গুলোর উপরে অন্য কারো স্টিকার লাগানো। কে বা কারা করেছে তা আমরা জানি না।

অন্য কর্মীরা বলেন, বর্তমান সরকার যখন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট নেওয়ার ঘোষণা দিয়েছে, সরকারেরই ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য স্থানীয় একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। এসব কাজ সুষ্ঠু ভোটের লক্ষণ হতে পারে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আওয়ামী লীগের রাজনীতি করে, তারা কখনো এহেন গর্হিত কাজ করতে পারে না, একটি ব্যনারে বা স্টিকারে শুধু মেম্বার প্রার্থীর ছবি সংবলিত থাকে না, সেখানে স্থানীয় সাংসদ, জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবিও থাকে তাহলে যারা এসব কাজ করে তারা কি বঙ্গবন্ধুর, শেখ হাসিনার আওয়ামীলীগ করে না নাকি, অন্য কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাহের ভাইয়ের ব্যানার, স্ট্রিকার ছিড়ে তাকে কেউ রুখতে পারবে না, কারন এই এলাকার খেটে খাওয়া দিনমজুর তথা সকল শ্রেনী পেশার মানুষের হৃদয়ে তার জায়গা। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে, সকল বাধা বিপত্তি পেরিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ত্যাগী ও প্রকৃত আওয়ামীলীগ নেতা তাহের ভাইকে নির্বাচিত করবে এলাকাবাসী। এতে দেশ বাঁচবে, বাঁচবে আওয়ামীলীগ, আমরা হাইব্রিড ও বিএনপি জামাত থেকে রাতারাতি দল বদল করা কোন নেতৃত্ব চাই না।

এ ব্যাপারে আবু তাহের মৃধা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, আমরা দল করি, আমরা ছোটকাল থেকে আওয়ামীলীগ করি। বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আছি আগামীতেও থাকবো। প্রধানমন্ত্রীর হাত কে শক্তিশালী করতে কাজ করবো ইনশাল্লাহ। প্রত্যেকেই অধিকার আছে নির্বাচন করার। যাকে জনগন যোগ্য মনে করবে তাকে ভোট দিবে। সে নির্বাচিত হবে।

তিনি আরও বলেন, আমার ছবি ছিঁড়তে পারে, কিন্তু এখানে বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি আছে এটা কিভাবে ছিঁড়ে। তারা কোন দল করে, কি করে, এদের উদ্যেশ্য কি? স্টিকার ছেড়া বা ফেস্টুন নিয়ে যাওয়া এটি একটি ঘৃর্ণিত কাজ। এটার আমি তিব্র নিন্দা জানাই।

এ ব্যাপারে একই ওর্য়াডের মেম্বার প্রার্থী হাজী এম এ কালাম মাদবর বলেন, স্টিকার ওয়ালে লাগানো আছে, কেউ যদি স্টিকার উঠিয়ে উনার স্টিকারের উপর লাগিয়ে দেয়, এতে কারো কিছু করার নেই। এই স্টিকার ওঠানো যায়, উঠিয়ে আরেক জায়গায় লাগানো যায়। এমন হতে পারে আরকি।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে