দিনাজপুরে ঘন কুয়াশা আর তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দিনাজপুর আবহাওয়া কর্মকর্তা তোফাজ্জাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল দিনাজপুরে তাপমাত্রা ছিলো ১৬ ডিগ্রি সেলসিয়াস। আর নওগাঁ জেলার বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলেও জানান এই কর্মকর্তা।
আগামীনিউজ/নাসির