Dr. Neem on Daraz
Victory Day

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ১২:১৫ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ছবিঃ সংগৃহীত

বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা হাড়িখোলা অংশ অবরোধ করেছেন 'ডেনিম' গার্মেন্টের শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন চলছে। দুই মাসের বেতন বকেয়া থাকায় এমন আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল চৌধুরী।

তিনি জানান, বেতনসহ নানা দাবিতে ডেনিম নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলায় অবস্থায় নিয়েছে। যার ফলে ঢাক- চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজিত শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে