নেত্রকোণা: জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দায় ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র চৌকস ও সাহসী জোয়ানগণ ১১ লাখ ২৭ হাজার ৫শ টাকার বিভিন্ন ব্যান্ডের ভারতীয় শাড়ী জব্দ করেছেন।
নেত্রকোণার ৩১ বিজিবি’র কলমাকান্দার লেংগুড়া বিওপি’র হাবিলদার ও সাহসী চৌকস একদল জোয়ানের সম্বন্নয়ে রোববার গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃকর্নেল এএসএম জাকারিয়া জেলার গণমাধ্যম কর্মীগণকে এক প্রেসবিজ্ঞপ্তীর মাধ্যমে গতকাল রোববার দুপুরে জানান, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধীনস্থ জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপিতে কর্মরত হাবিলদার মো.শফিকুল ইসলামের নেতৃত্বে দশ সদস্যের টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬৯/৪-এস হতে আনুমানিক দুইশত পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে টকলেটবাড়ী নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থেকে এবং তাদের তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল রেখে দৌড়ে পালিয়ে যায়। এসময় বিজিবি’র টহল দল ঘটনাস্থল হতে ভারতীয় ঝালমুডি শাড়ি-৪২৫ পিস এবং কাতান শাড়ী-১৪৫ পিস জব্দ করে।
বিজিবির অধিনায়ক আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামালের মূল্য আনুমানিক এগারো লক্ষ সাতাশ হাজার পাঁচশত টাকা।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে কোনো চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।
আগামীনিউজ/ হাসান