Dr. Neem on Daraz
Victory Day

নির্বাচনে প্রার্থী হওয়ায় ১০ আ.লীগের নেতা বহিস্কার


আগামী নিউজ | নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০২:০৪ পিএম
নির্বাচনে প্রার্থী হওয়ায় ১০ আ.লীগের নেতা বহিস্কার

ছবি: আগামী নিউজ

নেত্রকোণা: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় ১০ জনকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

গতকাল শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো.আশরাফ আলী খান খসরু এমপি স্বাক্ষরিত এক চিঠিতে তাঁদের বহিষ্কার করা হয়।

সাময়িক বহিস্কার হওয়া নেতারা হলেন, ঘাঘড়া ইউনিয়নের মো.মাজহারুল ইসলাম, জারিয়া ইউনিয়নের মো.ইউনুস আলী মন্ডল, মো.আমিনুল ইসলাম, আগিয়া ইউনিয়নের ছানোয়ার হোসেন চৌধুরী, বিদ্রোহী প্রার্থীর পক্ষে সমর্থন করায় বিশকাকুনি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো.আমজাদ হোসেন, খলিশাউড় ইউনিয়নের মো.ইয়াকুব আলী, গোহালাকান্দা ইউনিয়নের মো.আনোয়ার হোসেন, হাসনাত জামান খোকন, বৈরাটি ইউনিয়নের আনিসুজ্জামান তালুকদার ও মো.সাজ্জাত হোসেন।

পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু জানান, সাময়িকভাবে বহিষ্কার করা ওই নেতাদেরকে নির্বাচনে অংশ না নিয়ে দলীয় প্রার্থীর হয়ে কাজ করতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত না মেনে তাঁরা সরাসরি নির্বাচনে প্রার্থী হয়েছেন। এজন্য তাঁদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। স্থায়ী বহিসষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবরে পত্র প্রেরণ করা হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে