Dr. Neem on Daraz
Victory Day

লক্ষ্মীপুরে করোনাকালিন সাহসী ভূমিকা রাখায় বিভিন্ন পেশাজীবীদের সম্মাননা


আগামী নিউজ | লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০২:০১ পিএম
লক্ষ্মীপুরে করোনাকালিন সাহসী ভূমিকা রাখায় বিভিন্ন পেশাজীবীদের সম্মাননা

ছবিঃ আগামী নিউজ

লক্ষ্মীপুরঃ করোনাকালিন সময়ে সাহসী ভূমিকা রাখায় সাংবাদিক, চিকিৎসক, সেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

১৯ নভেম্বর (শুক্রবার) সন্ধায় লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে আমরা ক’জন মুজিব সেনার আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজশাহী বিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

সংগঠনের সদস্য ও বিশিষ্ট কবি মোস্তফা আল মামুনের অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, আমরা ক’জন মুজিব সেনা সংগঠনের প্রতিষ্ঠাতা এ এফ জসীম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সদস্য ও কেন্দ্রিয় সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবু, কে এম ইকবাল রণি, সিকদার আরাফাত হোসেন সবুজ, আবদুর রব বাবু প্রমুখ। 

পরে করোনাকালিন সাহসি ভূমিকা রাখায় সাংবাদিক, চিকিৎসক, সেচ্ছাসেবী, বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ। এর আগে সংগঠনের আয়োজনে শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে