গোপালগঞ্জ: “হোক সচেতনতার বিস্তার, চাই এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে নিস্তার” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর ) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিডিসি মহাখালী ঢাকার আয়োজনে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যালয়ে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১ উদ্বোধন হয়েছে।
আগামী ২৪ শে নভেম্বর এই এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ শেষ হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ মাহমুদুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সচিন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্যা, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, ডা: ভীষ্মদেব মন্ডল, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জাহিদুর রহমান সহ হাসপাতালে কর্মরত ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
আগামীনিউজ/ হাসান