Dr. Neem on Daraz
Victory Day

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ১২:৩৬ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ছবি: আগামী নিউজ

ঢাকা: সাভারের আশুলিয়ায় এনার্জি প্যাক লিমিটেড নামের একটি ট্রান্সমিটার তৈরীর কারখানায় দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম হারিস (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয় একটি হাসপাতাল থেকে মৃতের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এরআগে বিকাল সোয়া তিনটার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।
 
নিহত আরিফুল ইসলাম হারিস (২০) শেরপুর জেলার শ্রীবর্দি থানার ডাকরাপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ভাড়া থেকে ওই কারখানায় টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।

শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ জানায়, ট্রান্সমিটার তৈরির কোন এক মেশিনের কাজ করার সময় আরিফুল ইসলাম অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল (কেপিজে) হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
 
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, মরদেহ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে