Dr. Neem on Daraz
Victory Day

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড


আগামী নিউজ | হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০৯:৫৮ পিএম
ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড

ছবি: আগামী নিউজ

হবিগঞ্জ: জেলার নবীগঞ্জ উপজেলায় ফসলি জমি ও খাল থেকে মাটি উত্তোলনের অভিযোগে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ এ আদেশ দিয়েছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কল্যাণপুর গ্রামের আব্দুল কাদির (৩৫), বাগাউড়া গ্রামের তাহের মিয়া (২০) ও সদরঘাট গ্রামের দুলাল মিয়া (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া এলাকায় একটি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করছিলেন। এতে খালের পাড়, ফসলি জমি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

খবর পেয়ে ঘটনাস্থল আসে ভ্রাম্যমাণ আদালত। এরপর ওই তিন জনকে আটক করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারা অমান্য করার দায়ে তিন জনের প্রত্যেককে এক মাস করে বিনামশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

নবীগঞ্জ থানার এসআই লোকেশ চন্দ্র দাসসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে