Dr. Neem on Daraz
Victory Day

আশুলিয়ায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ


আগামী নিউজ | সাভার প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০৩:৫৬ পিএম
আশুলিয়ায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ছবি: আগামী নিউজ

ঢাকা: সময় মত বেতন ও ওভারটাইম বিল দেওয়ার দাবিতে সাভারের আশুলিয়ায় একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেডএ অ্যাপারেলস লিমিটেড নামের এক পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার কুটুরিয়া-শেরআলী মার্কেট আঞ্চলিক সড়কের দেওয়ান মার্কেট এলাকার এ বিক্ষোভ করেন তারা।

শ্রমিকরা জানায়, দীর্ঘ দিন ধরে ওই পোশাক কারখানায় কাজ করে আসছেন তারা। আগে প্রতি মাসেই বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হতো। কিন্তু গত দুই মাস ধরে পরের মাসের শেষে বেতন দেওয়া হচ্ছে। এছাড়া বেতন এক সময়ে পরিশোধ করেন আর ওভারটাইমের বিল অন্য সময় পরিশোধ করেন। আমরা কিছুই বলতে পারি না। কিছু বললেই বাইরের লোক হুমকি-ধমকি দেয়। এমনকি আমাদেরকে মাতৃকালীন ছুটির টাকা, সাধারণ ছুটির টাকা দেওয়া হয় না। আমাদের দাবি প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করতে হবে।

কারখানার জেনারেল ম্যানেজার বাবু বলেন, বিষয়টি নিয়ে শ্রমিক ও শ্রমিকদের প্রতিনিধির সাথে বসা হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে