Dr. Neem on Daraz
Victory Day

সিনিয়র স্টাফকে নির্যাতন: বিচারের দাবিতে মানববন্ধন


আগামী নিউজ | আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ১০:১২ পিএম
সিনিয়র স্টাফকে নির্যাতন: বিচারের দাবিতে মানববন্ধন

ছবি: আগামী নিউজ

ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ ও আয়াকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে হরিপুরে মানববন্ধন হয়েছে।

রবিবার (১৪ নভেম্বর) দুপুরে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করে হাসপাতালের স্টাফরা। এতে হরিপুর হাসপাতালের সকল ডাক্তার, স্টাফ ও অন্যান্য কর্মকর্তা করচারিগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মনিরুল হক খান, তিনি সিনিয়র স্টাফ রুপালী রানী ও আয়া পদিনা রানী পাল এর ওপর শারীরিক নির্যাতনের তীব নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কিছু সংখ্যক দূষ্কৃতিকারী আজ এই হামলা ও নির্যাতন করেছে, যা ভিডিও ফুটেজ সহ সকল প্রমাণাদি আমাদের হাতে রয়েছে, এমন নক্কার জনক কাজ কোনোভাবেই কাম্য নয়। হাসপাতাল কর্তৃপক্ষের মর্যাদা যাতে কেউ ভন্ডুল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রশাসনের কাছে সন্ত্রাসমুক্ত নিরাপদ কর্মস্থল দাবি করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের আর.এম ও মোঃ আসাদুজ্জামান, সিনিয়র স্টাফ রুপালী রানী, আয়া পদিনা রানীর পালসহ হাসপাতাল কর্মকর্তা কর্মচারীগণ।

উল্লেখ্য, গত ১১ই নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিছিন্ন সহিংসতার ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়াকে কেন্দ্র করে এঘটনা ঘটে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে