Dr. Neem on Daraz
Victory Day

চেয়ারম্যান প্রার্থী সেই রাজাকারকন্যা জামানত বাজেয়াপ্ত


আগামী নিউজ | কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ০৮:৫৯ পিএম
চেয়ারম্যান প্রার্থী সেই রাজাকারকন্যা জামানত বাজেয়াপ্ত

ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আলোচিত সেই নারী প্রার্থী রাজাকারকন্যা শারমিন আক্তারের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত হয়ে (নৌকা) প্রতীকে নির্বাচন করে তিনি পেয়েছেন মাত্র ৪২৭ ভোট। পোড়াদহ ইউনিয়নে ফারুকুজ্জামান জন আনারস প্রতীকে জয় লাভ করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পোড়াদহ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ১৬৬। ভোট দেন ২৮ হাজার ৮৩২ জন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শারমিন আক্তার নাসরিন পেয়েছেন মাত্র ৪২৭ ভোট। ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানতের টাকা ফেরত পাবেন না। নৌকার প্রার্থী শারমিন আক্তার নাসরিন পেয়েছেন ১ দশমিক ৩৭ শতাংশ ভোট।

পোড়াদহ ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ইসলামী অন্দোলনের আবু আজম ৬১৭ ভোট পেয়ে চতুর্থ এবং আওয়ামী লীগ মনোনীত শারমিন আক্তার নাসরিন ৪২৭ ভোট পেয়ে ৫ম হয়েছেন। তাই তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে