ছবি: আগামী নিউজ
নীলফামারী: জেলার জলঢাকা উপজেলায় আল-আকসা মডেল মাদ্রাসার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) আল-আকসা মডেল মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির পরিচালক অধ্যক্ষ মাওলানা ওয়াহেদুজ্জামান বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে উদ্বোধনী আলোচনা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আল আকসা মডেল মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সভাপতি মোঃ আনছার আলী মিন্টু। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহেদ বাহাদুর, জলঢাকা পৌর মেয়র মোঃ ইলিয়াস হোসেন বাবুল, মিল্লাত ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. খায়রুল আনাম, জলঢাকা আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ ছাদের হোসেন, জলঢাকা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাহবুবর রহমান মনি, চিড়িরবন্দর ড্যাফোডিল মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ মশিউর রহমান, সুন্দরগঞ্জ শিবরাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ট্রেইনার ও সহকারী শিক্ষক মোঃ মাসুদ হায়দার হিল্লোল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন বলেন, অগনিত শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও শিক্ষার্থীদের সঠিক ইসলামী শিক্ষাদানের প্রতিষ্ঠানের বড়ই ঘাটতি তাই সন্তানদের আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান। তিনি আল আকসা মডেল মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে ভবিষ্যতে প্রতিষ্ঠানকে আরোও নিয়ে যাওয়ার জন্য সহযোগীতার প্রতিশ্রুতি জ্ঞাপন করেন।
আগামীনিউজ/ হাসান