Dr. Neem on Daraz
Victory Day

আজ রাঙ্গামাটি রাজবন বিহারে ৪৮তম কঠিন চীবর দান


আগামী নিউজ | রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ১০:৫৪ এএম
আজ রাঙ্গামাটি রাজবন বিহারে ৪৮তম কঠিন চীবর দান

রাঙ্গামাটিঃ আজ ১২ অক্টোবর শুক্রবার রাজবন বিহারে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমপ্রদায়ের মহান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান। করোনাকালীন সময়ে অনারম্বড় পরিবেশে উদযাপন করা হচ্ছে। বৌদ্ধ জাতির দানোত্তম কঠিন চীবর দানটি বৎসরে একবার উদযাপন করা হয়। তারই আলোকে আজকে রাঙামাটি রাজবন বিহারে ৪৮তম দানোত্তম কঠিন চীবর দান একদিন ব্যাপী অনুষ্টানের আয়োজন করা হয়েছে।

উদযাপন কমিটির সুত্রে জানা গেছে, এই ধর্মীয় অনুষ্ঠানটি দু’দিন ব্যাপি নির্ধারিত থাকলেও বর্তমানে বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে দুই দিনের পরিবর্তে একদিন করা হয়েছে। পাশপাশি গত কিছুদিন আগে সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপূজা চলাকালীন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার ঘটনার প্রেক্ষিতে তারই ধারাবাহিকতায় পরিস্থিতি বিবেচনার পূর্বক দুইদিনের বদলে একদিনের সময়সূচী নির্ধারণ করেছে রাঙ্গামাটি রাজবন বিহারের কঠিন চীবর দানের আয়োজকরা।

কঠিন চীবর দান ১ম অধিবেশন অনুষ্টানমালার মধ্যে রয়েছে সকাল ৬টায় বুদ্ধ পতাকা উত্তোলন, ৬.৩০টায় বৌদ্ধ ভিক্ষুদের প্রাতঃরাশ, ৯টায় সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)-র সুযোগ্য শিষ্য প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ ভিক্ষুদের আসন গ্রহন, ৯.৩০টায় পঞ্চশীল প্রার্থনাসহ নানাবিধ দান, ১০.৩০টায় পরিনির্বাণ প্রাপ্ত আর্য্য পুরুষ বৌদ্ধ ধর্মের ধর্মযাজক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির(বনভান্তে)-র অমৃতময় বাণী ও ধর্মদেশনা ও ১১.১৫ টায় ভিক্ষুদের পিন্ডদানের মধ্যে দিয়ে ১ম পর্বের অনুষ্টান সম্পন্ন হবে। দুপুরে ২য় অধিবেশন ২ঘটিকায় শুরু হবে মহান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান। যা কিনা আজকের প্রধান আকর্ষণ যার উদ্দেশ্য নিয়ে আয়োজক এবং বৌদ্ধ ধর্মাবলম্বীর ভক্তরা এই দানে সামিল হবেন দানোত্তম কঠিন চীবর দান। চীবর দানের শেষে অন্যান্য বুদ্ধ মুর্তি দান, পঞ্চশীল, হাজার বাতি দান, ফানুস উত্তোলনসহ নানা ধরনের দানের অনুষ্টানসূচীর আয়োজন করা হয়েছে। বিকাল ৩টায় পূর্ণ্যার্থীদের উদ্দেশ্য ধর্মদেশনা শ্রবনের মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্টান আয়োজন করা হয়েছে।

রাঙ্গামাটি রাজবন বিহারের ৪৮তম দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, চাকমা সার্কেল রাজা দেবাশীষ রায়, রাণী ইয়েন ইয়েন, সাবেক এমপি উষাতন তালুকদার, রাঙামাটি জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন, রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান, রাঙামাটি পুলিশ সুপার, রাঙামাটি জোন কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূর্ণ্যার্থীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে