Dr. Neem on Daraz
Victory Day

নোয়াখালীর বেগমগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগ যুবকের কারাদণ্ড


আগামী নিউজ | নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৩:২৬ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগ যুবকের কারাদণ্ড

ছবিঃ আগামীনিউজ

নোয়াখালীঃ জেলার বেগমগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে মো.জুয়েল (২৫) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জুয়েল উপজেলার হাজিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাক্কু মিয়ার পুরাতন বাড়ির মৃত আফজাল উদ্দিন বাবুর ছেলে।  

স্থানীয়  সূত্রে জানা গেছে, ওই যুবক হাজীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কেন্দ্রে পরে দুপুর ১২টার দিকে জাল ভোট দিতে যায়। এসময় উপস্থিত এজেন্টরা তাকে চ্যালেঞ্জ করে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শামীম তাকে পাঁচ দিনের কারাদণ্ড দেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।   তিনি আরো জানান, একই সময়ে জাল ভোট দেওয়ার অপরাধে কামরুল হাসান (১৭) নামে কিশোরকে আটক করা হয়।   সে উপজেলার হাজিপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মালেক মেম্বার বাড়ির মৃত শাহ আলমের ছেলে। বয়সে শিশু হাওয়ায় মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মা  দিয়ে দেওয়া হয়েছে। 

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে