Dr. Neem on Daraz
Victory Day

নৌকার গণমিছিলে ভিমরুলের হামলা, আহত অর্ধশত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ১০:০১ পিএম
নৌকার গণমিছিলে ভিমরুলের হামলা, আহত অর্ধশত

ফাইল ছবি

চট্টগ্রামঃ জেলার সীতাকুণ্ডে ২য় ধাপে ইউপি নির্বাচনের শেষ মুহূর্তে নৌকার গণমিছিলে ভিমরুলের হামলায় ২০ শিশুসহ আহত প্রায় অর্ধশত।

মঙ্গলবার (৯ নভেম্বর) সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছাদাকাত উল্ল্যাহ মিয়াজীর নৌকা প্রতীকের মিছিলে এ ঘটনা ঘটে।

ভিমরুলের আক্রমণে আহতদের মধ্যে রয়েছেন তেহিরাপাড়ার জাফর আহম্মদ (৪৯), মমতাজ (২৫), সোহাগ (১৮), বাহারিয়ারবাড়ীর মো. রাহুল (১০), নিশান (১৮), মো. জিহাদ (১২), ফকিরবাড়ীর মো. নোমান (১৫)।

জানা যায়, ওই চেয়ারম্যান পদপ্রার্থীর মিছিলটি বাড়বকুণ্ড মিয়াজীপাড়া মুফিজ কোম্পানিবাড়ী অতিক্রম করার সময় কে বা কারা গাছে থাকা ভিমরুলের বাসায় ঢিল মারে। এরপর মিছিলের সমর্থকদের ওপর ঝাঁকে ঝাঁকে ভিমরুল আক্রমণ শুরু করে। এতে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। আহতরা স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

ভিমরুলের আক্রমণে আহত জাফর আহম্মদ বলেন, ‘আমরা বিকেলের দিকে নৌকার মিছিল করছিলাম। হঠাৎ গাছ থেকে একঝাঁক ভিমরুল এসে আমাদের এলোপাতাড়ি আক্রমণ করতে থাকে। আমরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছি।’

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে