Dr. Neem on Daraz
Victory Day

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র কারখানার সন্ধান, ৩ রোহিঙ্গা আটক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ১০:৪৭ এএম
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র কারখানার সন্ধান, ৩ রোহিঙ্গা আটক

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারঃ জেলার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। সেখানে অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্রসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) ভোররাতে ওই অস্ত্র কারখানায় অভিযান চালায় র‌্যাব। এ সময়ে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। 

আটক রোহিঙ্গরা হলেন- কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের মৃত আজিজুর রহমানের ছেলে বাইতুল্লাহ (১৯) ও হাবিব উল্লাহ (৩২) এবং জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছান (২৪)।


সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫’র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ কুতুপালং এলাকার দুর্গম পাহাড়ে অভিযান শুরু করে। সেখানে সন্ত্রাসী রোহিঙ্গারা অস্ত্র তৈরি আসছিল। সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আক্রমণ করলে র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়।

পরে কারখানাটি নিয়ন্ত্রণে নেওয়া হয়। সেখান থেকে পাঁচটি পিস্তল, পাঁচটি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় ৩ সন্ত্রাসীকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়, জানান তিনি।

এসময় বেশ কয়েকজন পালিয়ে যায়, জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

আগামীনিউজ/নাসির   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে