Dr. Neem on Daraz
Victory Day

ধামইরহাটে নানা কর্মসূচীতে বিপ্লব ও সংহতি দিবস পালিত


আগামী নিউজ | ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৭:২৯ পিএম
ধামইরহাটে নানা কর্মসূচীতে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ছবি: আগামী নিউজ

নওগাঁ: জেলার ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। 
 
রবিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া শেষে উপজেলা বিএনপির  আহবায়ক মোঃ ফেরদৌস খান এর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক মো. নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত  সম্পাদক আবু বক্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফেরদৌস হাসান, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম, সম্পাদক রেজুয়ান হোসেন (রন্জু), সাবেক দপ্তর সম্পাদক সন্তোষ কুমার সাহা, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন, ছাত্র নেতা রুবেল হোসেন রতন, মুনছুর, রুমন প্রমূখ। 

এছাড়াও উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা. মাজেদা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোছা. সেলিনা আক্তার, পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা.বেলী খাতুন সহ বিভিন্ন  ইউনিয়ন ও পৌর বিএনপির নেতাকর্মী উপস্থিত সভায় উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, আগামীতে কেন্দ্র থেকে যে সব কর্মসূচী ঘোষণা দেওয়া হবে আমরা তা যথাযত ভাবে পালন করবো।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে