Dr. Neem on Daraz
Victory Day

রামপালে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


আগামী নিউজ | রামপাল (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৫:২১ পিএম
রামপালে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: আগামী নিউজ

বাগেরহাট: জেলার রামপালে তথ্য অধিকার আইন-২০০৯ এবং অভিযোগ প্রতিকার ব্যাবস্থা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ নভেম্বর ) বিকাল ৪ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণলয়ের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ব্যাবস্থাপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রাণলয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রওশন আরা বেগম । মূল আলোচক ছিলেন দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়ের যুগ্নসচিব (প্রশাসন) আবুল বায়েস মিয়া এবং উপসচিব (প্রশাসন) শায়লা ইয়াসমিন। সভায় রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৷ 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল সদর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন,পেড়িখালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফকির আব্দুল্লাহ, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন গোলদার, প্রাণীসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সামাজিক সংগঠন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ৷ 

জনসাধারনের সেবা প্রাপ্তি নির্বিঘ্ন ও সহজ করতে তথ্য অধিকার আইন ২০০৯ নিয়ে সভায় আলোচনা করা হয় ৷ স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে জনগনের সেবা নিশ্চিতকরণ, নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ প্রতিকার ব্যাবস্থা নিয়ে সভায় আলোচনা করা হয় ৷ সেবা প্রাপ্তির নানা বিষয় তুলে ধরে এদিন আলোচনা করা হয় ৷

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে