কক্সবাজার: জেলার সদরের লিংক রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত জেলা শ্রমিক লীগের সভাপতি জহির উল্লাহ সিকদার মারা গেছেন।
রবিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লাইফ সার্পোটে থাকা অবস্থায় মারা যান তিনি।
এরআগে গত ৫ নভেম্বর শুক্রবার রাত ১০ টার দিকে লিংকরোডস্থ মেম্বার প্রার্থী কুদুরত উল্লাহ সিকদারের নিজস্ব কার্যালয়ে দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়।
এ সময় আহত হন কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহির উল্লাহ সিকদার ও তার ছোটভাই ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী কুদরত উল্লাহ সিকদার। তারা দুইজন আপন সহোদর। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতেই দুই ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তারা চিকিৎসাধীন ছিলেন।
শ্রমিক লীগ নেতা জহিরের ভাতিজা শরিফ হোছাইন সিকদার বলেন, আহত জহির লাইফ সাপোর্টে ছিলেন। রবিবার দুপুর পৌনে ১ টার দিকে তিনি মারা যান।
এদিকে, জেলা শ্রমিক লীগের সভাপতি জহির উল্লাহ সিকদারের মৃত্যুর খরব ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি লিংক রোড এলাকা উত্তপ্ত হয়ে উঠে। লিংকরোড এলাকায় শ্রমিকেরা গাড়ি ভাংচুর করেছে। পুলিশ বা আইনশৃংখলা বাহিনীর কাউকে দেখা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনীরুল গীয়াসের সরকারী মুঠোফোনে বক্তব্য নেওয়ার জন্য একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
আগামীনিউজ/ হাসান